
শেষ পর্যন্ত বয়কটের পথেই গেলেন ক্রিকেটাররা। বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটাররা আজকের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছিলেন।
নাহলে সব ধরনের খেলা বয়কটের ডাক দেওয়ার কথা জানায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তারই ধারাবাহিকতায় মিরপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর ১টার ম্যাচ যথা সময়ে মাঠে গড়াচ্ছে না।
মূলত বিপিএলের ম্যাচ শুরুর আগেই তাকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বিসিবি বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে। তাতেও বিষয়টি সমাধান করা যায়নি।
বৃহস্পতিবারের প্রথম ম্যাচ নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়নি। এদিন শুরুতে মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। ম্যাচটির টসও হয়নি। কারণ, টসের জন্য নির্ধারিত সময় দুপুর ১২টা ৩০ মিনিটে কোন দলই মাঠে হাজির হয়নি। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল।
তাছাড়া বৃহস্পতিবার সকালে ঢাকা ক্রিকেট লিগের ম্যাচগুলোও শুরু করা যায়নি। সর্বশেষ তথ্যে জানা গেছে, আজ দুপুর ১টায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে থাকা কয়েকজন ক্রিকেটারের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানেই জড়ো হচ্ছেন ক্রিকেটারার।
আইএ/সকালবেলা